Dr. Neem on Daraz
Victory Day

চীনে স্কুলে শিশুদের বিষপ্রয়োগ: শিক্ষিকার মৃত্যুদণ্ড


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২০, ০৫:১৫ পিএম
চীনে স্কুলে শিশুদের বিষপ্রয়োগ: শিক্ষিকার মৃত্যুদণ্ড

ফাইল ছবি

ঢাকাঃ চীনে কিন্ডারগার্টেন স্কুলের ২৫ শিশু শিক্ষার্থীকে বিষপ্রয়োগ এবং তাদের মধ্যে একজনের মৃত্যুর ঘটনায় এক শিক্ষিকাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। জাওঝুও শহরের স্থানীয় আদালত সোমবার ওয়াংকে মৃত্যুদণ্ড দিয়েছে বলে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে।

গত বছরের ২৭ মার্চ দেশটির জাওঝুও শহরের একটি কিন্ডারগার্টেনে শিক্ষার্থীরা তাদের সকালের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। নার্সারির ওই শিশুদের হাসপাতালে ভর্তি করার পর শিক্ষিকা ওয়াং ইয়ানকে গ্রেফতার করা হয়। ঘটনাটি ওই সময় বিশ্বজুড়ে সংবাদপত্রের শিরোনাম হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছিল, সকালের নাস্তা খাওয়ার পরপরই শিশুরা বমি করা শুরু করে ও অজ্ঞান হয়ে যায়। ওই শিক্ষিকার বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ উঠলে পুলিশ তদন্তে নামে।

আদালত সূত্রে জানা গেছে, শিক্ষার্থী ব্যবস্থাপনার সমস্যা নিয়ে সহকর্মীর সঙ্গে তর্কাতর্কির পর তিনি ওই শিক্ষিকার ছাত্র-ছাত্রীদের খাবারে নাইট্রেট মিশিয়ে দিয়েছিলেন।

আগামীনিউজ/আশা

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে