Dr. Neem on Daraz
Victory Day

ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২০, ০৭:১৫ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

ফাইল ছবি

ঢাকাঃ দুর্নীতি আর করোনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।

গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) জেরুজালেমে এ বিক্ষোভে অংশ নেয় হাজারো মানুষ। এসময় নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, করোনা মোকাবিলার পদক্ষেপ নিয়ে মন্ত্রীদের প্রকাশ্য বিবাদে পরিস্থিতি খারাপ হয়েছে। এছাড়া নেতানিয়াহুর দুর্নীতির কারণে দেশের সার্বিক পরিস্থিতি জটিল হয়েছে।

করোনার কারণে অর্থনৈতিক মন্দায় দেশটিতে বেকারত্ব ২০ শতাংশের ওপরে উঠেছে। ৯০ লাখ মানুষের দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১২শ'র বেশি। এছাড়া, শনাক্তের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে।

আগামীনিউজ/আশা

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে