Dr. Neem on Daraz
Victory Day
মৃতের সংখ্যা বেড়ে ২৬

দাবানল ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ১২ অঙ্গরাজ্যে


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২০, ০১:০৯ পিএম
দাবানল ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ১২ অঙ্গরাজ্যে

ছবি : সংগৃহীত

ঢাকাঃ যুক্তরাষ্ট্রের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৬।

ভয়ঙ্কর রূপ নিচ্ছে  যুক্তরাষ্ট্রর দাবানল। এরইমধ্যে ১২টি অঙ্গরাজ্যে ছড়িয়েছে আগুন। পুড়ে ছাই হয়ে গেছে ছোট ছোট কয়েকটি শহর। দাবানলে এ পর্যন্ত প্রাণ গেছে ২৬ জনের। তীব্র বাতাস এবং উষ্ণ আবহাওয়ার কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আগস্টের মাঝামাঝি সময়ে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে শুরু হওয়া এ দাবানল ছড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যে। শতাধিক দাবানলে বিপর্যস্ত বিপুল বনাঞ্চল।

ক্যালিফোর্নিয়ায় তাণ্ডব চালাচ্ছে অন্তত ২৫টি বড় ধরনের দাবানল। দাবানলের পাশাপাশি ভয়াবহ তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে। দাবানলে এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় ২০ লাখ একর বনভূমি পুড়ে গেছে।  

দাবানলে অরেগন অঙ্গরাজ্যের ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন জানিয়েছে রাজ্যের জরুরি বিভাগের কর্তৃপক্ষ। এই রাজ্যে ইতোমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত পাঁচটি শহর। প্রায় চার লাখ ৭০ হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে।

ওয়াশিংটন অঙ্গরাজ্যেও একই পরিস্থিতি। নিয়ন্ত্রণহীন আগুন কোনভাবে লাগাম টানতে পারছেন না দমকলকর্মীরা। গত তিনদিনেই সেখানকার ৬ লাখ হেক্টর বনভূমি উজাড় হয়ে গেছে।

প্রচণ্ড দাবদাহ ও বজ্রপাতে  দাবানলের সৃষ্টি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। আবহাওয়া অফিস বলছে, দাবানল  শুরু হওয়ার আগে ক্যালিফোর্নিয়ায় বিভিন্ন প্রান্তে কমপক্ষে ১২ হাজার বজ্রপাত হয়।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে