Dr. Neem on Daraz
Victory Day
বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণ

বৈরুতে জীবিত কাউকে পায়নি উদ্ধারকারী দল


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২০, ০৫:২২ পিএম
বৈরুতে জীবিত কাউকে পায়নি উদ্ধারকারী দল

ফাইল ছবি

ঢাকাঃ লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে তৈরি হওয়া ধ্বংসস্তূপের নিচে প্রাণের স্পন্দন শনাক্ত হওয়ায় দুদিনের অভিযানের পরও কাউকে খুঁজে পায়নি উদ্ধারকারী দল।

সেন্সরের মাধ্যমে প্রাণের অস্তিত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় নতুন করে ধ্বংসস্তুপে খোঁড়াখুড়ি শুরু করে চিলির একটি উদ্ধারকারী দল। থার্মাল ইমেজিং পদ্ধতি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বন্দরের পাশে ধসে পড়া একটি ভবনের নিচে প্রাণের স্পন্দন পায় দলটি।

টপোস চিলি নামে ওই উদ্ধারকারী দলের এক সদস্য জানান, হৃদস্পন্দনটি একটি শিশুর হতে পারে, যার শ্বাস-প্রশ্বাসের শব্দও তারা শুনতে পাচ্ছেন।

এদিকে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিস্ফোরণের এক মাস পূর্ণ হওয়ায় এক মিনিট নীরবতা পালন করে বৈরুত। গত ৪ আগস্ট বৈরুত বন্দরে বিস্ফোরণে পুরো শহর ধ্বংসস্তুপে পরিণত হয়। এ ঘটনায় প্রায় দুশ' মানুষের মৃত্যু হয়।

আগামীনিউজ/এএইচ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে