Dr. Neem on Daraz
Victory Day
লাদাখ সীমান্তে ফের উত্তেজনা

চিন-পাকিস্তানকে কঠোর হুশিয়ারি বিপিন রাওয়াতের


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২০, ০৫:১০ পিএম
চিন-পাকিস্তানকে কঠোর হুশিয়ারি বিপিন রাওয়াতের

প্রতীকী ছবি

ঢাকা:  লাদাখের সীমান্তে চীন-ভারতের মধ্যে চলমান উত্তেজনার সুযোগ নিতে পারে পাকিস্তান। ভারতের জেনারেল ও প্রধান প্রতিরক্ষা কর্মী বিপিন রাওয়াত বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) এক সেমিনারে চিন-পাকিস্তানের যৌথ ‘হামলার’ আশঙ্কা প্রকাশ করেছেন।

একইসঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেছেন, তেমন কিছু ঘটলে ভারত কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার ‘ভারত-মার্কিন সম্পর্কে নতুন চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে বিপিন রাওয়াত ভারতের বিরুদ্ধে পাকিস্তান ও চীনের ‘সমন্বিত পদক্ষেপের’ আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, দ্বি-মুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম ভারতীয় সেনাবাহিনী। এই সংক্রান্ত কৌশলগত নীতি কি হবে তাও বলেন জেনারেল রাওয়াত। প্রথমত, প্রাইমারি ও সেকেন্ডারি ফ্রন্ট নির্ধারণ করা হবে। ভারতের প্রতিরক্ষা-প্রধানের এমন বক্তব্যের মধ্যে বৃহস্পতিবারেই সকালে সেনা প্রধান নারাভানে দুই দিনের সফরে লাদাখ গিয়েছেন। এখন পূর্ব লাদাখ সীমান্তে কী ঘটছে, তা নিয়ে খোঁজ নিতেই নরভানের এই সফর।

বিপিন রাওয়াত বলেন, ‘উত্তর সীমান্তে যদি কোনও হুমকি তৈরি হয়, পাকিস্তান তার সুযোগ নিতে পারে, এবং আমোদের জন্য সংকট সৃষ্টি করতে পারে। তবে আমরা প্রস্তুত রয়েছি, যেন পাকিস্তান কোনভাবেই এমন অপতৎপরতা না চালাতে পারে। যদি তার এমন কিছু করে, তাহলে চরম জবাব দিতে প্রস্তুত ভারত। পাকিস্তান সেই চেষ্টা করলে ইসলামাবাদের কপালে চরম দুর্ভোগ রয়েছে।’

বৃহস্পতিবার ভারতের সেনাপ্রধান নারাভানেও লাদাখ পরিদর্শন করে সেখানকার উত্তপ্ত পরিস্থিতির কথা জানান। তিনি বলেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি বর্তমানে সামান্য উত্তপ্ত। তবে যোদ্ধারা যেকোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত।

আগামীনিউজ/ড্যানি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে