Dr. Neem on Daraz
Victory Day

করোনা: বিশ্বে মৃত ও শনাক্ত


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২০, ১০:০৯ এএম
করোনা: বিশ্বে মৃত ও শনাক্ত

ফাইল ছবি

ঢাকাঃ প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণের সংখ্যা দুই লাখের বেশি। শুধু গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৪৪ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন চার হাজার ২২১ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এই তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৮ লাখ ৫৪ হাজার ৭৬২ জন। আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৬ লাখ ৩৪ হাজার ৮৭ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার ১৫৩ জন।

এদিকে এর মধ্যে ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১৮ জন। এদিন করোনায় আক্রান্ত হয়েছে ৬৮ হাজার ৭৭০ জন। দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ লাখ ৮৭ হাজার ৯৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ অর্থাৎ ৬১৯ জনের মৃত্যু দেখেছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ২১ হাজার ছাড়িয়েছে। নতুন ৪৮ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ৩৯ লাখ ১০ হাজার ছাড়িয়েছে।

এদিকে ৫১২ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটি এখনো করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ৮৭ হাজারের বেশি প্রাণ গেল।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

আগামীনিউজ/এএইচ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে