Dr. Neem on Daraz
Victory Day
অস্ট্রেলিয়ার ইমাম

অক্সফোর্ডের করোনা টিকা হারাম


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩১, ২০২০, ১০:০২ পিএম
অক্সফোর্ডের করোনা টিকা হারাম

ছবি; সংগৃহীত

ঢাকাঃ বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এ থেকে বাঁচতে একটি কার্যকর ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছে পুরো বিশ্ব। সম্প্রতি করোনা প্রতিরোধে আশা জাগাচ্ছে অক্সফোর্ডের সম্ভাব্য করোনা ভ্যাকসিন।

তবে এক ক্যাথলিক আর্চবিশপের আপত্তির পর এবার এক ইমাম জানালেন, অক্সফোর্ডের করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন ‘হারাম’ (নিষিদ্ধ)। অস্ট্রেলিয়ার ইমাম সুফিয়ান খলিফা মুসলিমদের এটি গ্রহণ করতে নিষেধ করেছেন।

নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করে সুফিয়ান দাবি করেন, সত্তরের দশকে গবেষণাগারে গর্ভপাত হওয়া একটি শিশুর ভ্রূণ কোষ নিয়ে করোনার সম্ভাব্য টিকা তৈরি করেছে অক্সফোর্ড ও ব্রিটিশ-সুইডিশ সংস্থা অ্যাস্ট্রোজেনেকা।

সুফিয়ান বলেন, ‘যে মুসলিম সংগঠনগুলো এই ভ্যাকসিনের ব্যবহারকে সমর্থন করছে, তাদের লজ্জা হওয়া উচিত। এই ফতোয়ায় যে ইমামরা সই করছেন, তাদেরও ধিক্কার।’

তার আগে এক উচ্চপদস্থ ক্যাথলিক আর্চবিশপ জানান, অ্যাস্ট্রোজেনেকার সঙ্গে অস্ট্রেলিয়া যে ভ্যাকসিন উৎপাদনের চুক্তি করেছে, তাতে তিনি ‘অত্যন্ত উদ্বিগ্ন’। শিশুর ভ্রূণ কোষ ব্যবহার করে সেই ‘ভ্যাকসিন ক্যান্ডিডেট’ তৈরি করা হয়েছে। যা খ্রিস্টানদের ক্ষেত্রে ‘নৈতিক সংকট’ তৈরি করবে।

‘ভ্রূণ কোষ ব্যবহার করে টিকা উৎপাদনের’ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী স্কট মরিসনকে চিঠিও লিখেছেন সিডনির আর্চবিশপ অ্যান্থনি ফিশার। চিঠিতে সই করেছেন অ্যাঙ্গলিকান এবং গ্রিক অর্থডক্স চার্চের যাজকরাও।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে