ঢাকা : মার্কিন করোনা জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানে, বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া মহামারী করোনায় বাংলাদেশ সময় দুপুর পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৫০ হাজার ৬শ’ জনে। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫৩ লাখ ৮৭ হাজার ৩৩ জনে পৌঁছেছে।
এরমধ্যে ভারত, যুক্তরাষ্ট্র ও ব্রাজিল এই তিন দেশেই একদিনে প্রায় এক হাজার করে মানুষ করোনা সংক্রমণে মারা গেছেন।
বিশ্বে করোনায় আক্রান্ত মৃতের সর্বোচ্চ সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ২২৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৬১ লাখ ৭৩ হাজার ২৩৬ জন। দেশটিতে এই প্রথম দ্বিতীয়বার করোনায় সংক্রমিত হওয়া এক ব্যক্তির খোঁজ পাওয়া গেছে। সম্প্রতি করোনামুক্ত হলেও, আবারো আক্রান্ত হয়েছেন নেভাদার ২৫ বছর বয়সী ওই ব্যক্তি। লাতিন আমেরিকায় করোনা শনাক্তের সংখ্যা এখন ৭০ লাখেরও বেশি।
দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মোট করোনায় মারা গেছেন ১ লাখ ২০ হাজার ৮৯৬ জন এবং আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ৬২ হাজার ৩১১ জন।
এদিকে তৃতীয় অবস্থানে থাকা ভারতে শুরু হতে যাচ্ছে লকডাউন প্রত্যাহারের চতুর্থ পর্ব আনলক-ফোর। আগামীকাল ১ সেপ্টেম্বর থেকে দেশটিতে সভা-সমাবেশ করার অনুমতি দেয়া হচ্ছে। তবে একশো জনের বেশি কোথাও জমায়েত হওয়া যাবে না এবং অবশ্যই পরতে হবে মাস্ক।
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছেই। এদিকে, সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৭৮ হাজার ৫১৩ জন। অর্থাৎ একদিনেই আক্রান্ত হয়েছে প্রায় ৭৯ হাজার মানুষ। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে মারা গেছে ৯৭১ জন।
দেশটিতে করোনায় এ সময় পর্যন্ত মারা গেছেন ৬৪ হাজার ৬১৭ জন এবং করোনায় আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ২১ হাজার ২৪৬ জন। আগামী ৭ই সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে মেট্রোরেল চালু হবে বড় শহরগুলোতে। তবে ৩০শে সেপ্টেম্বর শেষ হওয়া এই পর্বে খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান।
রাশিয়ায় করোনায় মারা গেছেন ১৭ হাজার ৯৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৯০ হাজার ৩২৬ জন।
আগামীনিউজ/এসপি