ঢাকা : আফগানিস্তানের উত্তরাঞ্চলে ভারি বর্ষণের কারণে আকস্মিক বন্যায় কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা নির্দিষ্ট করে জানা না গেলেও ৫ শতাধিক হতে পারে বলে দেশটির কর্তৃপক্ষ আশঙ্কা করছেন ।
গতকাল বুধবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশের বিস্তীর্ণ এলাকায় মৌসুমি বৃষ্টিতে প্লাবিত হয়। আফগানিস্তানের উত্তরাঞ্চলজুড়ে একাধিক স্থানে ব্যাপকভাবে ধস নেমেছে।
আফগান সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, আকস্মিক বন্যায় আফগানিস্তানের উত্তর ও পূর্বাঞ্চলীয় এলাকায় অন্তত ১০০ জন নিহত হয়েছে। দুর্যোগে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকর শহরের বিস্তীর্ণ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
গ্রীষ্মে মাঝেমধ্যেই আফগানিস্তানের উত্তরাঞ্চলের পাশাপাশি আফগানিস্তানের পূর্ব অংশে ভারি বর্ষণ হয়। যার জেরে প্রতি বছর এ অঞ্চলগুলোতে অনেক মানুষ প্রাণ হারায়।
পারওয়ানের মুখপাত্র ওয়াহিদা শাহকর গতকাল বুধবার বলেছেন, ভেঙে পড়া বাড়িগুলোর নিচে অনেক মানুষ এখনো চাপা পড়ে রয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চলছে। ফলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত শতাধিক মানুষকে আহত অবস্থায় ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। সূত্র : বিবিসি
আগামীনিউজ/এসপি