Dr. Neem on Daraz
Victory Day

কাবুলে আকস্মিক বন্যা, ৭০ জনের মৃত্যু


আগামী নিউজ | আন্তর্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৬, ২০২০, ০৯:১৭ পিএম
কাবুলে আকস্মিক বন্যা, ৭০ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

ঢাকা : আফগানিস্তানে হঠাৎ বন্যায় ভবন ধসে মারা গেছে অন্তত ৭০ জন। এ ঘটনায় আরও অন্তত ৯০ জন আহত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। এছাড়াও ঘরবাড়ি ছাড়া হয়েছেন কয়েক হাজার মানুষ।

আজ বুধবার (২৬শে আগস্ট) ভোরে আফগানিস্তানের উত্তরাঞ্চলে পারওয়ান প্রদেশের চারিকার শহরে এ দুর্যোগ হয়।

ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এর আগে চলতি মাসের শুরুর দিকে নানগরহারের একটি গ্রামে হঠাৎ বন্যায় মারা যায় ১৬ জন।

প্রদেশটির মুখপাত্র ওয়াহিদা শাহকর জানান, অতি বৃষ্টিতে হঠাৎ বন্যায় ওই সময়ে শহরের অন্তত ৫০টি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। বেশিরভাগ মানুষই এসময় ঘুমে ছিলেন। পানির স্রোতে অনেকেই ভেসে গেছে। ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে অনেকে। তাদের উদ্ধারে চলছে অভিযান। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন প্রদেশের গভর্নর। সূত্র : আল-জাজিরা

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে