Dr. Neem on Daraz
Victory Day
করোনাভাইরাস

২৪ ঘন্টায় ১ হাজারেরও বেশি মৃত্যু ভারতে


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৬, ২০২০, ০২:০৮ পিএম
২৪ ঘন্টায়  ১ হাজারেরও বেশি মৃত্যু ভারতে

ছবি : সংগৃহীত

ঢাকাঃ প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৯ জন মারা গেছেন। এছাড়াও গত একদিনে দেশটিতে ৬৭ হাজার ১৫১ জন আক্রান্ত হয়েছেন।

আজ বুধবার (২৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

সূত্রটি জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৫৯ হাজার ৪৪৯ জন। শনাক্ত হয়েছেন ৩২ লাখ ৩৪ হাজার ৪৭৪। এছাড়া সুস্থ হয়েছেন ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৮ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম ও গুজরাট।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২২ হাজার ৭৯৪ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৬ হাজার ৭২১ জন, কর্ণাটকে ৪ হাজার ৯৫৮ জন এবং দিল্লিতে ৪ হাজার ৩৩০ জন।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে