Dr. Neem on Daraz
Victory Day
অপরাধ ‍‍`প্রেম‍‍`

সাজা ‘গণধর্ষণ’


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৪, ২০২০, ০৩:৫৮ পিএম
সাজা ‘গণধর্ষণ’

ছবি : সংগৃহীত

ঢাকাঃ ভিন্ন জাতের যুবকের সঙ্গে প্রেম। এটা কি কোনও অপরাধ? যদিও শুধুমাত্র ‘এ কারণেই’ এক আদিবাসী নারীকে ‘গণধর্ষণ’ এবং সালিশের মাধ্যমে শাস্তি দেয়া হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার (১৮-১৯ আগস্ট) সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে। কিন্তু বিষয়টি নজরে আসে শনিবার বিকেলে।

ঘটনাটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মোহাম্মদ বাজারের। এ ঘটনায় স্থানীয় মোড়লসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী মোহাম্মদ বাজারের চরিচা পঞ্চায়েত এলাকার বাসিন্দা। কয়েক বছর আগে দুই সন্তানের জননী (৩০) ওই নারীর স্বামী মারা যান। এলাকারই এক যুবকের সঙ্গে গড়ে ওঠে তার সম্পর্ক। তবে ওই যুবক ভিন্ন জাতের হওয়ায় তা ভালো চোখে দেখেননি গ্রামবাসীদের একাংশ।

ওই নারী পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, গত ১৮ আগস্ট সন্ধ্যায় পূজা শেষে স্থানীয় শেওড়াকুড়ি মোড় থেকে তিনি ওই যুবকের সঙ্গে গ্রামে ফিরছিলেন। তখন গ্রামের বেশকিছু লোক তাদের ক্লাবঘরে নিয়ে মারধর করে। এরপর গভীর রাতে ক্লাবের সদস্য পাঁচ যুবক পাশের জঙ্গলে নিয়ে তাকে গণধর্ষণ করে। পরদিন সকালে দুইজনকে ছেড়ে দেয় তারা।

এদিকে গণধর্ষণের পর বুধবার সকালে সালিশ বসিয়ে উল্টো ওই নারীকেই ১০ হাজার ও যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে অভিযুক্তদের পরিবারের দাবি, গণধর্ষণের ঘটনা ঘটেনি।

ঘটনার দুদিন পর স্থানীয় আদিবাসী গাঁওতা নেতা রবীন সরেনের উদ্যোগে পুলিশে অভিযোগ করেন ওই নারী। রবীন বলেন, ‘খুবই ভয়ে আছেন নির্যাতিতা। এই অন্যায় মেনে নেয়া যায় না। তাই ওর পাশে দাঁড়িয়েছি।’

জেলা পুলিশ সুপার শ্যাম সিংহ বলেন, ‘পাঁচ যুবকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ওই নারী। জলপা হাঁসদা ও তাম্বর মারান্ডি নামে দুজন ইতোমধ্যেই ধরা পড়েছে।’

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে