Dr. Neem on Daraz
Victory Day

ট্রাম্পের ব্রিফিংয়ের সময় হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, সন্দেহভাজন গুলিবিদ্ধ 


আগামী নিউজ | আন্তর্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১১, ২০২০, ০৯:৩০ এএম
ট্রাম্পের ব্রিফিংয়ের সময় হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, সন্দেহভাজন গুলিবিদ্ধ 

ছবি : সংগৃহীত

ঢাকা : সোমবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছেই গোলাগুলির ঘটনা ঘটেছে। সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদ সম্মেলন করছিলেন। তাৎক্ষনিক তাকে বিষয়টি অবহিত করা হয় এবং সম্মেলন ছেড়ে নিরাপদে নিয়ে যান সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা। তবে কয়েক মিনিট পরই প্রেসিডেন্ট ফের সম্মেলনে ফিরে আসেন।

জানা যায় হোয়াইট হাউসের লাগোয়া পেনসিলভানিয়ার সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 

সিক্রেট সার্ভিস এক টুইট বার্তায় জানায়, হোয়াইট হাউসের খুব কাছে ১৭ নাম্বার স্ট্রিট এবং পেনসিলভেনিয়ার এভিনিউ এর কেউ এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।

সংবাদ সম্মেলনে ফিরে এসে ট্রাম্প জানান, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা সন্দেহভাজন কাউকে গুলি করেছে এবং তাকে হাসপাতালে নেয়া হয়েছে। 

ট্রাম্প আরও বলেন, এমন ঘটনা সাধারণত ঘটে না। তবে সিক্রেট সার্ভিসের দ্রুত ওই পদক্ষেপের প্রশংসাও করেছেন তিনি।

ওই গোলাগুলির  সময় হঠাৎ করেই সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা স্টেজে ট্রাম্পের কাছে উঠে আসেন এবং তার কানে কানে কিছু বলতে দেখা যায়। সে সময় ট্রাম্পকে বলতে শোনা গেছে, ‘ওহ, কি হচ্ছে?’

হোয়াইট হাউজেন সামনে অনেকদিন ধরে অবস্থান নেয়া এক বিক্ষোভকারী ফিলিপস মেলাকু জানান, স্থানীয় সময় সন্ধ্যায় গোলাগুলির শব্দ শানা যায়। এর আগে একজনের চিৎকার শোনা গেছে। তবে সে কন্ঠ ছিল পুরুষের। এরপর সেখানে বেশ কিছু লোক দৌড়ে আসে। সূত্র : ইয়ন

 

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে