Dr. Neem on Daraz
Victory Day

ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ছাড়াল


আগামী নিউজ | আন্তর্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৭, ২০২০, ০২:৩৪ পিএম
ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ছাড়াল

ছবি : সংগৃহীত

ঢাকা : লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ৫ মাস যাবত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। বিশেষ করে সরকারের কঠোর পদক্ষেপের অভাবে দেশটিতে খুব দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রোববার নতুন করে আরও ২৪ হাজার ৫৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ লাখ ১৯ হাজার ৯০১ জনে। করোনায় এ পর্যন্ত মারা গেছেন  ৮৭ হাজার ৫২ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৬ লাখ ৩৪ হাজার ২৭৪ জন।

ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারও করোনায় আক্রান্ত হয়েছিলেন। শুরু থেকেই করোনাকে পাত্তাই দেননি তিনি। মহামারী করোনা মোকাবিলায় নেননি কোনও জরুরি পদক্ষেপ। এমনকি মতের অমিলের জন্য দুইজন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগও করেছে।  

গত ২৬ ফেব্রুয়ারি ব্রাজিলে প্রথম করোনা শনাক্ত হয়েছিল। প্রথমদিকে দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল খুবই কম। কিন্তু সাম্প্রতিক সময়ে সেখানে আক্রান্ত ও মৃত্যু আশঙ্কাজনকহারে বাড়ছে।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে ব্রাজিল। বিশে^ মোট করোনা া্রাকান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৬৪ লাখ ৩১ হাজার ৭০৫ জন এবঙ মারা গেছেন ৬ লাখ ৫২ হাজার ৪৩৭ জন। সূত্র : বিবিসি

 

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে