ছবি সংগৃহীত
ঢাকা: করোনাভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে বিশ্বের প্রায় ১০ লাখ ধূমপান ছেড়ে দিয়েছেন।যুক্তরাজ্যের অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ নামের একটি দাতব্য সংস্থার গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
গবেষণায় বলা হয়েছে, এই চার মাসে যারা ধূমপান ছেড়েছেন তাদের মধ্যে ৪১ শতাংশই করোনাভাইরাসের কারণে সিগারেট ছেড়েছেন।
ইউনিভার্সিটি কলেজ লন্ডন বলছে, ২০০৭ থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত হিসেব করলে এই বছরের চেয়ে বেশি কোনো বছরই ধূমপান ছাড়েনি এতো মানুষ। যারা ধূমপান ছেড়েছেন তারা করোনাভাইরাস হতে স্বাস্থ্য ঝুঁকি কমানোর জন্য ধূমপান ছেড়েছেন বলে জানায়। সূত্র: বিবিসি
আগামীনিউজ/এমআর