Dr. Neem on Daraz
Victory Day

করোনা আক্রান্ত কাজাখস্তানের প্রথম প্রেসিডেন্ট নুরসুলতান 


আগামী নিউজ | আর্ন্তজাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১৮, ২০২০, ০৩:২৭ পিএম
করোনা আক্রান্ত কাজাখস্তানের প্রথম প্রেসিডেন্ট নুরসুলতান 

কাজাখস্তানের সাবেক প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ

কাজাখস্তানের সাবেক প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা টেস্টে পজিটিভ হওয়ার পর আইসোলেশনে রয়েছেন তিনি। বিবিসি বৃহস্পতিবার দুপুরে এ খবর প্রকাশ করেছে।

নুরসুলতান নাজারবায়েব কাজাখস্তানের প্রথম প্রেসিডেন্ট। তিন দশক দেশ শাসনের পর গত বছর ৭৯ বছর বয়সী এ রাজনীতিবিদ প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন। তবে এখনো তিনি দেশটির ক্ষমতাধর রাষ্ট্রনেতা হিসেবে বিবেচিত হন। তিনি এখনো দেশটির জাতীয় নেতা এবং নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান।

নুরসুলতানের প্রতিনিধি টুইটারে জানিয়েছেন, তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কিছু নেই। তিনি আইসোলেশনে থেকেই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।

আগামীনিউজ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে