Dr. Neem on Daraz
Victory Day

করোনা সংক্রমণ ঠেকাতে বেইজিংয়ে স্কুল বন্ধ


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১৭, ২০২০, ০৫:৫৯ পিএম
করোনা সংক্রমণ ঠেকাতে বেইজিংয়ে স্কুল বন্ধ

ঢাকা : চীনের রাজধানী বেইজিংয়ে ফের করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় রাজধানীর সব স্কুল বন্ধ করে দিয়ে চলাচলের ওপর বিধিনিষেধ আরো বাড়ানো হয়েছে।

চীনা স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার বেইজিংয়ে নতুন করে ৩১ জনকে করোনা শনাক্ত করা হয়েছে, এ নিয়ে গত ছয়দিনে শহরটিতে ১৩৭ জন নতুন করে করোনা শনাক্ত হয়েছেন।

গত ছয়দিন ধরে দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় চীনের রাজধানীর অনেক বাসিন্দার দৈনন্দিন জীবনযাত্রা পাল্টে গেছে। এভাবে সংক্রমণের সংখ্যা বাড়তে থাকলে পুরো শহরটিকে লকডাউন করে দেয়া হবে বলে অনেকে আশঙ্কা করছেন। কারণ গত ফেব্রুয়ারি মাসের পর চীনের রাজধানীতে প্রাণঘাতী এ ভাইরাস দেখা যায়নি।

শহরটির সড়ক ও মহাসড়কগুলো খোলা থাকলেও পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষ বুধবার থেকে বেইজিংয়ের আশপাশে এবং রাজধানীতে ঢোকা ও বের হওয়ার ক্ষেত্রে বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে। তবে শহরটির ব্যবসা প্রতিষ্ঠানগুলো ও কারখানা বন্ধের নির্দেশ দেয়া হয়নি।

কর্তৃপক্ষ শহরটিতে সতর্কতায় অসংখ্য দূরপাল্লার বাস, গাড়ি ও ট্যাক্সি সার্ভিস বাতিল করেছে এবং রাজধানীর ২৭টি এলাকাকে ‘মধ্যম-ঝুঁকিপূর্ণ’ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 আগামীনিউজ/ শাহনাজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে