Dr. Neem on Daraz
Victory Day

করোনা আশঙ্কায় বেইজিংয়ে ১ হাজার ২৫৫টি ফ্লাইট বাতিল 


আগামী নিউজ প্রকাশিত: জুন ১৭, ২০২০, ১১:০৬ এএম
করোনা আশঙ্কায় বেইজিংয়ে ১ হাজার ২৫৫টি ফ্লাইট বাতিল 

সংগৃহীত ছবি

ঢাকা: সিটি কর্মকর্তারা চীনের রাজধানী বেইজিংয়ের বাসিন্দাদের অন্যত্র চলে না যাওয়া এবং কয়েকটি প্রদেশ থেকে যাত্রীদের বেইজিংয়ে আসা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। বুধবার তারা সতর্কতা জানিয়ে বলেছে, সম্প্রতি রাজধানীতে ১৩০ জনেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। 

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলি জানিয়েছে, করোনা প্রাদুর্ভাবের ক্রমবর্ধমান আশঙ্কায় বুধবার বেইজিং বিমানবন্দরের ফ্লাইট উঠা নামা উভয়ই বাতিল করেছে যা দেশটির প্রায় ৭০ শতাংশ পরিষেবার প্রতিনিধিত্ব করে। 

গতকাল বেইজিং শহরের মুখপাত্র জু হিজিয়ান এক সংবাদ সম্মেলনে সতর্ক করে বলেছিলেন, রাজধানীতে মহামারী পরিস্থিতি অত্যন্ত মারাত্মক। 

আগামীনিউজ/শাহনাজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে