করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত ভারতের অঙ্গরাজ্য মহারাষ্ট্র। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত সপ্তাহে করোনায় ৮৪ হাজার আক্রান্ত নিয়ে চীনকে পেছনে ফেলেছিল মহারাষ্ট্র। মহামারির উৎপত্তিস্থল উহান শহরকে ছাড়িয়েছিল মুম্বাই। এবার করোনা শনাক্তের সংখ্যায় মহারাষ্ট্র আরেক দেশ কানাডাকে টপকে গেলো।
বৃহস্পতিবার মহারাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ৩ হাজার ৬০৭ জনের করোনা ধরা পড়ে এবং মারা যান অর্ধশতাধিক। তাতেই ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য ৯৭ হাজার ৬৪৮ জন আক্রান্ত নিয়ে কানাডাকে টপকে যায়। কানাডায় মোট আক্রান্ত ৯৭ হাজার ৫৩০ জন। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৪৬ হাজার ৭৮ জন সুস্থ হয়ে গেছেন।
মহারাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৯০ জনের। ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৫৬১ জন রোগী।
আগামীনিউজ/জেএস