Dr. Neem on Daraz
Victory Day

ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন আইসিইউতে


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৭, ২০২০, ০১:৫৯ এএম
ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন আইসিইউতে

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ইনসেনটিভ আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং এস্টেটের বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থার অবনতি হলে তাকে ব্রিটেনের একটি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

গত ২৭ মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস ধরা পড়ে। তখন থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন ৬২১ জন রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। সব মিলিয়ে মারা গেছেন ৪ হাজার ৯৩৪ জন। আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৮০৬ জন।

আগামী নিউজ/ তাওসিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে