Dr. Neem on Daraz
Victory Day

সৌদি আরবে ২৯৮ সরকারি কর্মকর্তা আটক


আগামী নিউজ | আর্ন্তজাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ১৭, ২০২০, ১১:৫৫ এএম
সৌদি আরবে ২৯৮ সরকারি কর্মকর্তা আটক

ঢাকা : ক্ষমতার অপব্যবহার ও ঘুষ নেয়ার অভিযোগে ২৯৮ জন সরকারি কর্মকর্তাকে আটক করেছে সৌদি আরব। এদের মধ্যে সেনা ও নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন।

সোমবার (১৬ মার্চ ) দেশটির দুর্নীতিবিরোধী কমিশনের এক ঘোষণায় জানানো হয়, হেফাজতে থাকা এসব কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশিট গঠন করা হয়েছে। খবর সৌদি২৪ ও ইউএস নিউজের।

তাদের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে যে, তারা ঘুষগ্রহণ এবং ক্ষমতার অপব্যহারের মাধ্যমে কমপক্ষে ৩৭ কোটি ৯০ লাখ রিয়াল আত্মসাৎ করেছেন।

বলা হয়, ২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে সরকারি চুক্তি থেকে অর্থ পাচার করেছেন তারা। এসব অভিযোগে আটক হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৯ কর্মকর্তা এবং দুই বিচারকও। তবে কারো নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে চলতি মাসেই, অভ্যুত্থান চেষ্টার অভিযোগে শীর্ষ বাদশাহ’র সৎ ভাইসহ তিন প্রিন্সকে আটক দেখানো হয়।

আগামীনিউজ/হাসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে