Dr. Neem on Daraz
Victory Day

এবার করোনার টেস্ট করাবেন ট্রাম্প


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ১৪, ২০২০, ১২:০৫ পিএম
এবার করোনার টেস্ট করাবেন ট্রাম্প

ঢাকা : শ্রীঘই করোনার মেডিকেল পরীক্ষা করাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (১৩ মার্চ )সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

৭৩ বছর বয়সী ট্রাম্প প্রথমে করোনা টেস্টের বিপক্ষে থাকলেও পরে মেডিকেল পরীক্ষা করার পক্ষে সম্মতি জানিয়েছেন। সাংবাদিকদের সাথে কথপোকথনকালে ট্রাম্প প্রথমে বলেন প্রয়োজন ছাড়া টেস্ট করার কোনো দরকার নেই। করোনার কোনো ধরণের লক্ষণ ছাড়া টেস্ট করা উচিত নয় বলে মনে করেন তিনি। তবে এক পর্যায়ে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখে করোনার টেস্ট করাতে রাজি হয়েছেন তিনি।  নিজের মনের সান্তনার জন্য খুব শ্রীঘই সময় বের করে করোনা টেস্ট করবেন বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে করোনায় আক্রান্ত একজনের সংস্পর্শে ছিলেন এমন কোনো কারণে তিনি টেস্ট করাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো ও তার একজন সহকারীর সাথে সাক্ষাত করেন ট্রাম্প। এ থেকেই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে ট্রাম্পের। 

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে