Dr. Neem on Daraz
Victory Day

করোনা: কোবরা কমিটির মিটিংয়ে বসছেন বরিস জনসন


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ১২, ২০২০, ০৪:৪৩ পিএম
করোনা: কোবরা কমিটির মিটিংয়ে বসছেন বরিস জনসন

ঢাকা : করোনা সংক্রমণ নিয়ে আজ বৃহস্পতিবার (১২ মার্চ ) জরুরি কোবরা কমিটির বৈঠক করার কথা বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। এতে সিদ্ধান্ত নেয়া হবে স্কুল, কলেজ বন্ধ করে দেয়া হবে কিনা। এ ছাড়া ফুটবল ম্যাচগুলোর কি হবে সে সিদ্ধান্তও আসতে পারে।

প্রধানমন্ত্রী এই মিটিংয়ের পর সবাইকে ঘরে বসে কাজ করার কথা বলতে পারেন। দিনে আরো পরের দিকে কোবরা কমিটির মিটিংয়ে সভাপতিত্ব করার কথা রয়েছে বরিস জনসনের। বৃটেন, আয়ারল্যান্ড বাদ দিয়ে ইউরোপের সব দেশের ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ওদিকে বৃটেনের পদক্ষেপ কি হবে তা নিয়ে বড় রকম চাপ রয়েছে বরিস জনসনের ওপর। বুধবার বৃটেনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ায় ৮।

এখন পর্যন্ত মন্ত্রীরা লোকজনকে ঘরে বসে কাজ সারার জন্য উৎসাহিত করেছেন। যাদের ঠাণ্ডা লেগেছে তাদেরকে নিজে থেকেই কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। বিশেষ করে ঝুঁকিতে থাকা বয়স্ক মানুষদেরকে ঘরের ভিতর অবস্থানের পরামর্শ দেয়া হয়েছে। তারা বলেছেন, স্কুলগুলোতে এরই মধ্যে বন্ধ রাখার জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এই নির্দেশ এক মাসের মতো স্থায়ী হতে পারে।

 

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে