Dr. Neem on Daraz
Victory Day

‘৫ হাজার বন্দির মুক্তির বিষয়ে প্রতারণা মেনে নেয়া হবে না’


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক   প্রকাশিত: মার্চ ১১, ২০২০, ১০:২৪ এএম
‘৫ হাজার বন্দির মুক্তির বিষয়ে প্রতারণা মেনে নেয়া হবে না’

আফগানিস্তানের কারাগারগুলোতে আটক নিজেদের পাঁচ হাজার বন্দির তালিকা আমেরিকার কাছে হস্তান্তর করেছে তালেবান। কাতারে অবস্থিত তালেবান দপ্তরের মুখপাত্র সোহেল শাহিন মঙ্গলবার টুইটারে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, এই পাঁচ হাজার তালেবান বন্দিকে মুক্তি দিতে হবে এবং এদের মুক্তির ব্যাপারে কোনো ধরনের প্রতারণা মেনে নেয়া হবে না।

এদিকে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি পাঁচ হাজার তালেবান বন্দিকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, তালেবান বন্দিদের মুক্তি দিলে দেশে সহিংসতা কমবে এবং এর ফলাফল জনগণ উপলব্ধি করতে পারবে। তিনি এমন সময় এ বক্তব্য দিলেন যখন এর আগে গনি বলেছিলেন, এখনই কোনো তালেবান বন্দিকে মুক্তি দেয়া সম্ভব নয় বরং তাদের মুক্তির ব্যাপারে তালেবানের সঙ্গে সরকারের আলোচনা হতে পারে।

তালেবান বন্দিদের মুক্তি দেয়ার কাজ শিগগিরই শুরু হবে বলে মনে করা হচ্ছে। আফগান সরকার জানিয়েছে, বয়োবৃদ্ধ তালেবান সদস্যদের পাশাপাশি যাদের কারাদণ্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে সবার আগে মুক্তি দেয়া হবে।

সম্প্রতি আফগানিস্তানের তালেবানের সঙ্গে আমেরিকার যে শান্তি চুক্তি হয় তাতে কারাগারে আটক সব তালেবান বন্দিকে মুক্তি দেয়ার কথা হয়েছে বলে তালেবান দাবি করেছে। আমেরিকা এমন সময় তালেবান বন্দিদের মুক্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে যখন এসব বন্দি আমেরিকার হাতে নয় বরং আফগান সরকারের হাতে আটক রয়েছে। অথচ গত এক বছর ধরে তালেবানের সঙ্গে আমেরিকার যে আলোচনা হয়েছে তাতে আফগান সরকারের কোনো প্রতিনিধিকে অংশ নিতে দেয়া হয়নি।

প্রেসিডেন্ট আশরাফ গনি সোমবার তার অভিষেক অনুষ্ঠানে বলেছেন, তালেবান বন্দিদের মুক্তি দেয়া হবে কিনা সেটা কাবুল সরকারের ব্যাপার; এর সঙ্গে আমেরিকার কোনো সম্পর্ক নেই।

আগামীনিউজ/মাসুম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে