Dr. Neem on Daraz
Victory Day

করোনাভাইরাস : ইতালিতে জরুরি অবস্থা জারি


আগামী নিউজ | আগামীনিউজ প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১০, ২০২০, ০১:৩১ পিএম
করোনাভাইরাস : ইতালিতে জরুরি অবস্থা জারি

ঢাকা : ভয়াবহ রূপ নিচ্ছে করোনাভাইরাস। ইউরোপের দেশ ইতালিতে করোনাভাইরাসে ক্রমেই বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ হাজার ৭৯৭ জন আর মৃত্যু হয়েছে ৯৭ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৭২ ও মৃতের সংখ্যা ৪৬৩।

প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে পুরো ইতালিজুড়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। সোমবার (৯ মার্চ ) ইতালির প্রধানমন্ত্রীর জিউসেপ কোঁতে একটি টেলিভিশন ভাষণে বলেন, সময় খুব বেশি নেই। এসময় জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার নির্দেশ দেন ইতালির প্রধানমন্ত্রী।

এর আগে ইতালির উত্তরাঞ্চলীয় লোম্বার্দি অঞ্চল এবং আরো ১৪টি প্রদেশের প্রায় এক কোটি ৬০ লাখ মানুষকে কোয়ারেন্টাইন বা সঙ্গরোধ করে রেখেছিল ইতালি সরকার। 

সূত্র: বিবিসি

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে