Dr. Neem on Daraz
Victory Day

করোনাভাইরাসে থেকে বাঁচতে আজব কৌশল!  


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: মার্চ ৯, ২০২০, ০৭:২৭ পিএম
করোনাভাইরাসে থেকে বাঁচতে আজব কৌশল!  

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস। সারা বিশ্বের মানুষ আতঙ্কিত এ ভাইরাস নিয়ে। কখন যেন কোনদিক থেকে আঘাত হানে করোনা এই ভয়ে দিন কাটাচ্ছে সবাই। এরই মাঝে করোনা সংক্রমণ ঠেকাতে অনেকেই অদ্ভুত আর অভিনব সব কাজ করছেন। 

সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটিতে দেখা যায়, এক ব্যক্তি শরীরে বিশাল পরিধির একটি ধাতব রিং পরে চলা ফেরা করছেন। এতে কেউ তার খুব একটা কাছে ঘেঁষতে পারবে না। আর এতেই তিনি বেঁচে যেতে পারেন করোনার সংক্রমণ থেকে। কেননা, চিকিৎসকরা বলছেন করোনা আক্রান্ত থেকে সবসময় অন্তত ১ মিটার দূরে অবস্থান করতে। সম্ভবত সে সুরক্ষা নিশ্চিত করতেই এ কাণ্ড করে বসেছেন ওই লোক।  

তবে ছবিটি সাম্প্রতিক সময়ের নাকি আগের তা নিশ্চিত হওয়া যায়নি। ওই ব্যক্তি যে করোনা সংক্রমণ থেকে বাঁচতেই এমন কৌশলের আশ্রয় নিয়েছেন, তাও নিশ্চিত হওয়া যায়নি। তবে চলমান করোনা আতঙ্কের মধ্যেই এটি ভাইরাল হয়েছে। 

করোনা প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার, হাঁচি-কাশির ক্ষেত্রে ট্যিসু ব্যবহার, ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তদের থেকে দূরে থাকাসহ বিভিন্ন পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এ পিরিস্থিতিতে নানা দেশে টয়লেট পেপার, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে মারামারি, চুরি, ডাকাতির মতো ঘটনাও ঘটছে।

 

 

আগামীনিউজ/সবুজ/মামুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে