Dr. Neem on Daraz
Victory Day

ব্রাজিলে ভূমিধসে প্রাণহানি বেড়ে ৪০ 


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ৮, ২০২০, ১০:০১ এএম
ব্রাজিলে ভূমিধসে প্রাণহানি বেড়ে ৪০ 

ঢাকা : ব্রাজিলের সাও পাওলোতে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে।এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরো অন্তত ৪০ জন।

রোববার (৮ মার্চ) ব্রাজিলের সরকারি কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে চায়না ডেইলি।

এর আগে, সাও পাওলো রাজ্যের গুয়ারুজা, সাও ভিসেন্টে এবং সান্তোস শহরে মঙ্গলবার (৩ মার্চ) থেকে টানা বৃষ্টিপাত শুরু হয়। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধস শুরু হলে ওই অঞ্চলগুলোর অন্তত ২৫০ পরিবার তাদের বাড়িঘর হারায়। স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে ভূমিধসে ক্ষতিগ্রস্থদের সাহায্য ও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ব্রাজিলের সেনাবাহিনী।

স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসের কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উপদ্রুত সব অঞ্চলে পৌঁছানো সম্ভব হচ্ছে না। সবগুলো অঞ্চল উদ্ধার অভিযানের আওতায় আসলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আগামীনিউজ/মিজান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে