Dr. Neem on Daraz
Victory Day

সিরিয়ায় তুর্কি সমর্থিত ৮০ হাজার সন্ত্রাসী যুদ্ধ করছে


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ৫, ২০২০, ১১:০৯ এএম
সিরিয়ায় তুর্কি সমর্থিত ৮০ হাজার সন্ত্রাসী যুদ্ধ করছে

সিরিয়ায় তুর্কি সমর্থিত প্রায় ৮০ হাজার সন্ত্রাসী তৎপর রয়েছে। যুদ্ধক্ষেত্রে অংশ নেয়া সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন সূত্র এ তথ্য সংগ্রহ করা হয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি তা হাতে পেয়েছে। তুর্কি সমর্থিত সন্ত্রাসীরা সিরিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে।

সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের মধ্যে ৩৫,৫০০ সন্ত্রাসী ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের অধীনে কাজ করছে। শাম লিজন এবং আহরার আশ-শামসহ ১৫টি সন্ত্রাসী গোষ্ঠীর সমন্বয়ে এ ফ্রন্ট গঠিত হয়েছে।

এই ফ্রন্টের সন্ত্রাসীরা সিরিয়ার লাতাকিয়া, হামা, আলেপ্পো ও ইদলিব প্রদেশে তৎপর রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে ইদলিব প্রদেশ চলমান যুদ্ধের মূল কেন্দ্রে পরিণত হয়েছে। সেখানে সিরিয়ার সেনারা ও মিত্র যোদ্ধারা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে।

অন্যদিকের, সন্ত্রাসীদেরকে সমর্থন দিচ্ছে তুরস্কের সামরিক বাহিনী। এ নিয়ে সিরিয়া ও তুরস্কের মধ্যে প্রচণ্ড উত্তেজনা চলছে এবং দু’পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। সিরিয়া এরইমধ্যে তুরস্কের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। বিপরীতে সিরিয়ার অন্তত তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তুরস্ক। সূত্র:পার্সটুডে

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে