Dr. Neem on Daraz
Victory Day

করোনাভাইরাস আতঙ্কে ইরানে বন্দিদের মুক্তি


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক   প্রকাশিত: মার্চ ৪, ২০২০, ১১:০৬ এএম
করোনাভাইরাস আতঙ্কে ইরানে বন্দিদের মুক্তি

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রতিরোধে ইরান সাময়িকভাবে ৫৪ হাজারের বেশি বন্দিকে মুক্তি দেবে।

বুধবার ( ৪ মার্চ ) বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলির বরাত দিয়ে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ এ তথ্য জানিয়েছে।

বন্দিরা বর্তমানে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রয়েছে।

এদিকে, ইরানের ২৩ জন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংসদের স্পিকার আলী লরিজানি গত শুক্রবার ঘোষণা করেছিলেন যে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সংসদ অধিবেশন স্থগিত করা হল।

মঙ্গলবার (৩ মার্চ ) রাষ্ট্রীয় টিভিতে উপ-স্বাস্থ্যমন্ত্রী আলি রেজা রাইসি বলেছেন, দুই হাজার ৩৩৬  জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত ৭৭ জন মারা গেছেন।

করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইরানকে মেডিকেল টেস্ট কিটসহ আট টন ওষুধ দিয়েছে। মঙ্গলবার ওষুধ ও টেস্ট কিট নিয়ে সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক বিমান তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সংস্থার প্রতিনিধিরাও এই ভাইরাসটির নিয়ন্ত্রণের জন্য ইরানে পৌঁছেছেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাত করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় ইরান থেকে সমস্ত নাগরিককে সরিয়ে নিচ্ছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা দেখা দেয়। যার সমাধান স্বরুপ এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)।

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে