Dr. Neem on Daraz
Victory Day

ইতালির মিলানে এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক   প্রকাশিত: মার্চ ৩, ২০২০, ১০:৪৫ এএম
ইতালির মিলানে এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত

চীনকে মৃত্যুপুরী বানিয়ে মরণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখন ইতালিতে। দেশটিতে ভয়াবহভাবে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে আতঙ্কে ছিলেন সেখানে বসবাসরত প্রায় দুই লাখ বাংলাদেশি। ইতালির মিলানে প্রথম কোনো বাংলাদেশির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২ মার্চ) ইতালির সিভিল প্রটেকশন কর্তৃপক্ষ জানায়, রোববার পর্যন্ত অন্তত ১৬৯৪ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। মাত্র একদিন আগেই করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১১২৮ জন। অর্থাৎ একদিনেই প্রায় ৫০% বেড়ে গেছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে রয়েছেন একজন বাংলাদেশিও। 

রোববার পর্যন্ত ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। 

জানা গেছে, ইতালির মিলানে বাংলাদেশ কনসুলেট জেনারেল এক বিজ্ঞপ্তিতে উত্তর ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্কতার সঙ্গে চলাচল করতে আগেই নির্দেশনা দিয়েছেন। সেই মিলানেই প্রথম বাংলাদেশি কোনো নাগরিকের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলো। 

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে