Dr. Neem on Daraz
Victory Day

আফগান চুক্তির চব্বিশ ঘণ্টা পার না হতেই বাস্তবায়ন বাধাপ্রাপ্ত


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক   প্রকাশিত: মার্চ ২, ২০২০, ১১:৩৪ এএম
আফগান  চুক্তির চব্বিশ ঘণ্টা পার না হতেই বাস্তবায়ন বাধাপ্রাপ্ত

দোহায় যুক্তরাষ্ট্র ও আফগান তালেবানদের সঙ্গে একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করার চব্বিশ ঘণ্টা পার না হতেই, এর বাস্তবায়ন বাধাপ্রাপ্ত হয়েছে।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি রবিবার (১ মার্চ ) কাবুলে ঘোষণা করেছেন যে তার সরকার হাজার হাজার তালেবান বন্দিকে মুক্তি দেয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি, যা তালেবান ও অন্যান্য আফগান বিরোধী দলগুলির মধ্যে আলোচনা শুরুর পূর্বশর্ত ছিলো।গানি বলেন, ‘বন্দিদের মুক্তি দেয়ার বিষয়টিতে যুক্তরাষ্ট্রের কোনো অধিকার নেই, এটি আফগানিস্তান সরকারের বিষয়,’

শনিবার যুক্তরাষ্ট্র-তালেবানের মধ্যে চুক্তিতে বলা হয়েছে, আফগানিস্তান পক্ষের দলগুলো দেশব্যাপী স্থায়ী যুদ্ধবিরতি এবং ভবিষ্যতে ক্ষমতা ভাগাভাগি নিয়ে একমত হওয়ার লক্ষ্যে, মার্চের ১০তারিখ বা তার আশপাশের কোনো তারিখে, সরাসরি এক আলোচনায় মিলিত হতে হবে। তবে, এর মধ্যে কিছু পদক্ষেপ নেয়া দরকার যার মধ্যে রয়েছে আফগান কারাগার থেকে পাঁচ হাজার তালিবান বন্দিকে এবং বিদ্রোহীদের হাতে বন্দি থাকা সরকারি সুরক্ষা বাহিনীর এক হাজার সদস্যকে মুক্তি দেয়া।

তালেবানরা এখনও পর্যন্ত গানি প্রশাসনকে বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিতে বা সরাসরি এর সাথে জড়িত থাকতে অস্বীকার করেছে। তারা বলেছে যে তারা আমেরিকানদের সাথে বন্দিদের মুক্তির বিষয়টি নিষ্পত্তি করেছে।

সূত্র: ভিওএ

আগামীনিউজ/হাসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে