Dr. Neem on Daraz
Victory Day

ফরাসির গোপন সামরিক ঘাঁটিতে হানা দিয়েছে করোনাভাইরাস


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক   প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২০, ০৬:৫৪ পিএম
ফরাসির গোপন সামরিক ঘাঁটিতে হানা দিয়েছে করোনাভাইরাস

প্যারিসের উপকণ্ঠে অবস্থিত ফরাসির একটি গোপন সামরিক ঘাঁটিতে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে এবং ঘাঁটির তৎপরতা বন্ধ করে দেয়া হয়েছে বলে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি নিশ্চিত করেছেন।

ফরাসি রাজধানীর উত্তরে অবস্থিত ১১০ ক্রিল বিমান ঘাঁটির কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানান তিনি। অবশ্য আক্রান্তদের সঠিক সংখ্যা উল্লেখ করেননি তিনি। কিন্তু স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, একজন বেসামরিক কর্মীসহ অন্তত চার ব্যাক্তি করোনার কবলে পড়েছে। 

ঘাঁটিতে আসা-যাওয়াসহ সব তৎপরতা বন্ধ করে দেয়ার কথা উল্লেখ করে ফ্লোরেন্স পার্লি বলেন, মহামারি ছড়িয়ে পড়া সংক্রান্ত তদন্ত চলছে। একই সাথে ফরাসি অন্যান্য সামরিক ঘাঁটিতে প্রতিরোধক ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

দ্রুততম সময়ের মধ্যে ১১০ ক্রিল বিমান ঘাঁটির করোনা প্রকোপ নিয়ন্ত্রণে আনা না গেলে পরিণামে ফরাসি সামরিক বাহিনীকে মারাত্মক সমস্যায় পড়তে হবে। ফরাসি সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের অনেকগুলো ইউনিটসহ দেশটির অন্যান্য কমান্ডো বা বিশেষ বাহিনীর ইউনিট রয়েছে এ ঘাঁটিতে। ঘাঁটিতে করোনার সংক্রমণ কিভাবে ঘটল তা নিয়ে কোনো কথা বলা হয়নি। তবে করোনাভাইরাসের উৎস কেন্দ্র হিসেবে পরিচিত চীনের উহান থেকে ফরাসি নাগরিকদের সরিয়ে আনতে বিমান এখান থেকে পাঠানো হয়েছিল। করোনা আক্রান্ত ফরাসি নাগরিকদের ঘাঁটিতেই রাখা হয়েছিল। অন্যদিকে বিমানের ক্রুদের রাখা হয়েছিল কোয়ারেন্টাইন বা সঙ্গরুদ্ধ অবস্থায়।

এদিকে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত ফ্রান্সে নিশ্চিতভাবে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা নতুন করে ১৯জন যোগ হওয়ায় মোট ৫৭ জনে দাঁড়িয়েছে।

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে