সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সরকারি সেনাদের বিরুদ্ধে যে উগ্রবাদী সন্ত্রাসীরা লড়াই করছে তার মধ্যে ফ্রান্সের কিছু সন্ত্রাসী রয়েছে।
ফ্রান্সের চ্যানেল-২৪ টেলিভিশন গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) একথা জানিয়েছে। চ্যানেলটির খবরে বলা হয়েছে, ইদলিবে যে সন্ত্রাসীরা সিরিয়ার সরকারি সেনাদের বিরুদ্ধে লড়াই করছে তারা ফ্রান্সের সন্ত্রাসী ওমর ওসমানের নির্দেশে তা করছে। ওমর ওসমান হচ্ছে আল কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পর্কযুক্ত ফিরকাত আল-গুরাবা গ্রুপের প্রধান।
চ্যানেল-২৪ এর রিপোর্টার ওয়াসিম নাসর স্কাইপের মাধ্যমে ওমর ওসমানের সঙ্গে কথা বলেছেন। ওয়াসিম নাসর জানান, ২০১৩ সাল থেকে গুরাবা সন্ত্রাসীরা ইদলিবে তৎপর রয়েছে।
ফ্রান্সের সন্ত্রাসীরা সিরিয়ায় আসার পরপরই তারা আল-কায়েদার প্রতি আনুগত্য প্রকাশ করে তবে ২০১৮ সালে তারা নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করে।
আগামীনিউজ/হাসি