ঢাকা : যুদ্ধকবলিত ইয়েমেনের ওপরে নিষেধাজ্ঞার মেয়াদ আরো বাড়িয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এ সংক্রান্ত একটি প্রস্তাব গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদে পাস হয়েছে।
চীন এবং রাশিয়া ওই প্রস্তাবের বিরোধিতা করলেও নিরাপত্তা পরিষদের অন্য সদসর্যা সংখ্যাগরিষ্ঠতার জোরে তা পাস করে। ব্রিটেনের তোলা প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে ১৩টি আর রাশিয়া ও চীন ভোট দেয়া থেকে বিরত ছিল।
গতকালের প্রস্তাব অনুসারে ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। ইয়েমেনের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য যেসব ব্যক্তি এবং প্রতিষ্ঠান হুমকি বলে গণ্য হবে তারা ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন এবং তাদের সম্পদ জব্দ করা হবে। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সে সময় নিরাপত্তা পরিষদ ২১৪০ নম্বর প্রস্তাব পাসের মাধ্যমে এ নিষেধাজ্ঞা কার্যকর করে।
সম্প্রতি জাতিসংঘের একটি প্যানেল জানিয়েছে, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন গত জানুয়ারি মাসে এমন কিছু যন্ত্রাংশ পেয়েছে যা দিয়ে ড্রোন ও অস্ত্র বানানো সম্ভব। এ প্যানেল দাবি করছে, এসব যন্ত্রাংশের কতকগুলো ইরানি অস্ত্রে ব্যবহৃত হয়ে থাকে। সূত্র : পার্স টুডে
আগামীনিউজ/সবুজ