Dr. Neem on Daraz
Victory Day

ইইউ বাজারে ১০ বছর শুল্কমুক্ত সুবিধা পাবে ভিয়েতনাম


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২০, ১২:৪১ পিএম
ইইউ বাজারে ১০ বছর শুল্কমুক্ত সুবিধা পাবে ভিয়েতনাম

ঢাকা : মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশে আগামী ১০ বছর প্রায় বিনা শুল্কে পণ্য রফতানি সুবিধা পাবে দক্ষিন এশিয়ার দেশ ভিয়েতনাম। যা ২০৩৫ সাল পর্যন্ত ভিয়েতনাম ১ হাজার ৫০০ কোটি ইউরো বা ১ হাজার ৬৬০ কোটি ডলার পণ্য রফতানি সুবিধা পাবে। ফলে ভিয়েতনাম ও ইইউ রপ্তানি ৮ গুণ বৃদ্ধি পেয়ে ২২ বিলিয়ন ইউরোতে পৌঁছাবে।

ইইউ সংসদের বণিজ্য কমিটি জানুয়ারি মাসে এ সংক্রান্ত মুক্ত বাণিজ্য চুক্তির সুপারিশ করে, যা বুধবার (১২ ফেব্রুয়ারি) সংখ্যাগরিষ্ট ভোটে অনুমোদন লাভ করে।

এ চুক্তির ফলে ভিয়েতনাম পশ্চিমা দেশগুলোর সঙ্গে ৯৯ শতাংশ কাস্টমস শুল্ক সুবিধা পাবে। এছাড়া ঔষধ পণ্য রফতানির জটিলতা দূর করবে। এর ফলে দুই পক্ষের কোম্পানির পারস্পারিক বাজারে প্রবেশাধিকার পাবে।

ভিয়েতনাম মূলত ইউরোপে টেলিযোগাযোগ যন্ত্রপাতি, খাদ্য ও তৈরি পোশাক রফতানি করে। অন্যদিকে, ইইউর দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোয় রফতানির তালিকায় রয়েছে যন্ত্রপাতি, পরিবহন সরঞ্জাম, রাসায়নিক ও কৃষিপণ্য।

আগামীনিউজ/জুনায়েদ/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে