Dr. Neem on Daraz
Victory Day

পাকিস্তানের সংসদে ভাষণ দেবেন এরদোগান


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২০, ০৪:৫২ এএম
পাকিস্তানের সংসদে ভাষণ দেবেন এরদোগান

আগামী ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান। তুর্কি প্রেসিডেন্টের ভাষণ দেয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার। 


তিনি জানান, বিভিন্ন ইস্যুতে সংসদের কয়েকজন নেতার সঙ্গেও বৈঠক করবেন এরদোগান। 

এদিকে, তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রেসিডেন্ট এরদোগানের আসন্ন এই সফর ইসলামাবাদ এবং আঙ্কারার সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

ইমরান আশা করেন, এরদোগানের সফরের মধ্যদিয়ে পাকিস্তানের বাণিজ্য খাতে নানা ধরনের সুযোগ-সুবিধা সৃষ্টি হবে। দু'দেশের মধ্যকার বাণিজ্যকে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। পাকিস্তানের খনিসহ বিভিন্ন খাতে তুরস্ক সহযোগিতা করতে পারে।

আগামী ১৩ ফেব্রুয়ারি পাকিস্তান সফরে যাবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান।

আগামীনিউজ/নাঈম


 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে