Dr. Neem on Daraz
Victory Day

আমিরাত উপকূলে ফের তেলবাহী জাহাজে আগুন


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক   প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২০, ১০:০৭ এএম
আমিরাত উপকূলে ফের তেলবাহী জাহাজে আগুন

সংযুক্ত আরব আমিরাতের উপকূলে আবারো তেলবাহী জাহাজে আগুন লেগেছে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দর থেকে ৪০ কিলোমিটার দূরে ওই জাহাজটিতে আগুন লাগে। স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টার দিকে জাহাজটিতে আগুন লাগে এবং সে সময় এতে বেশ কয়েকজন ক্রু ছিলেন। তবে তেলবাহী জাহাজটিতে কতজন ক্রু ছিলেন তা স্পষ্টভাবে জানা যায়নি।

কয়েকটি সূত্র আরব আমিরাতের নিউজ ওয়েবসাইট ‘দ্যা ন্যাশনাল’কে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের উপকূল রক্ষীরা জাহাজের আগুন নেভানোর কাজে সহায়তা করে।

বার্তা সংস্থা এপিকে মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা আগুন লাগার খবরটি সম্পর্কে সচেতন রয়েছেন। যে এলাকায় জাহাজে এই আগুন লাগার ঘটনা ঘটেছে ওই এলাকায় বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছে।

আগামীনিউজ/হাসি/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে