Dr. Neem on Daraz
Victory Day

রমজানে কুয়েতে অফিস ৪ ঘণ্টা


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ১১:০১ এএম
রমজানে কুয়েতে অফিস ৪ ঘণ্টা

ছবি সংগৃহীত

ঢাকাঃ পবিত্র রমজান মাসে কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। কর্মীদের জন্য কাজের সময় কমিয়ে ৪ ঘণ্টায় নামানোর ঘোষণা দিয়েছে দেশটি।

গাল্ফ নিউজের তথ্যমতে, রমজানে কর্মঘণ্টা কমানো হচ্ছে কুয়েতে। পাশাপাশি দেশটির নারী কর্মীরা কর্মস্থলে দুটি গ্রেস পিরিয়ড পাবেন। কাজের শুরুর দিকে ১৫ মিনিট এবং অন্যটি তারা নিতে পারবেন কাজের শেষের দিকে। অন্যদিকে পুরুষ কর্মীরা কাজের শুরুর দিকে একটি গ্রেস পিরিয়ড পাবেন।

এছাড়া রমজান মাসে অনুমোদিত আংশিক অনুপস্থিতির জন্য সর্বাধিক দুই ঘণ্টা এবং সর্বনিম্ন এক ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।
 
দেশটির সিভিল সার্ভিস কমিশনের আর্থিক ও প্রশাসনিক বিষয়ক খাত দ্বারা কর্মচারীদের কর্মক্ষমতা মূল্যায়নের শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে আর্থিক ও প্রশাসনিক বিষয়ক অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি সালাহ খালেদ আল সাকাবি জানান, যোগ্য কর্মচারীরা রমজানে একটি চমৎকার কাজের পারফরম্যান্স বোনাস পাবেন।

এমআইসি/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে