ঢাকাঃ ছবি তোলা এখন অনেকেরই শখে পরিণত হয়েছে। কোনও জায়গায় বেড়াতে গেলে ছবি তোলেন প্রায় সকলেই। শুধু তাই নয় ফাঁকা সময়েও অনেকে ছবি তুলতে পছন্দ করেন। ডিএসএলআর হোক বা পয়েন্ট অ্যান্ড শ্যুট ক্যামেরা অথবা আপনি মোবাইল ক্যামেরা দিয়েও ঝকঝকে ছবি তুলতে পারেন। তবে সেক্ষেত্রে কয়েকটি সাধারণ নিয়ম মানতে হবে। এই প্রতিবেদনে জেনে নিন ছবি তোলার সাধারণ নিয়মগুলো।
ডিএসএলআর হোক বা মোবাইল ক্যামেরা অধিকাংশই অটো মোড চালু করে ছবি তোলেন। কিন্তু সেক্ষেত্রে ছবি ভালো ওঠে ঠিকই কিন্তু অনেক সময় আলোর সঠিক ব্যবহার হয় না। ধরে নিন আপনি রাতের সময়ে ফ্ল্যাশ ছাড়া ছবি তুলতে চাইছেন অথবা মুন লাইটে কোনও ছবি তোলার ইচ্ছে থাকলে তা অটো মোডে তোলা সম্ভব নয়। কারণ সেক্ষেত্রে ছবির আলো পরিবর্তন হয়ে যায়। ছবির কালার টোন নষ্ট হয়ে যেতে পারে। তাহলে ছবি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
ছবি তোলার ক্ষেত্রে কোন কোন বিষয়ের দিকে নজর দেওয়া দরকার
প্রথমত ছবির আয়তন বুঝতে হবে। ছবির মধ্যে প্রতিটি অবজেক্ট এবং স্পেস সঠিকভাবে ব্যবহার যেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যদি কোনও ছবিতে ব্ল্যাঙ্ক স্পেস বেশি থাকে তাহলে ছবির গুরুত্ব নষ্ট হয়ে যায়।
রঙের দিকে অতিরিক্ত নজর দেওয়া প্রয়োজন
বিশেষ বিশেষ ছবিতে যদি ব্রাইট কালারের ব্যবহার করা সম্ভব হয় তাহলে সেই ছবির গুরুত্ব অনেকটাই বাড়ে। সুতরাং সেই দিকে নজর দিয়ে ছবির মধ্যে ব্রাইট কালারের ব্যবহার করা দরকার।
ছবির নির্দিষ্ট অ্যাঙ্গেল বাছাই
ছবি তোলা সময় কোন অ্যাঙ্গেল বাছাই খুব জরুরি। কোন অ্যাঙ্গেল ব্যবহার করে ছবি তুললে ছবি হবে সুন্দর এবং আকর্ষণীয় তা বোঝা দরকার। এবং সেই অনুযায়ী ছবির অ্যাঙ্গেল বাছাই করা দরকার। এর ফলে ছবির মধ্যে নতুনত্ব আসবে।
নাইট মোডের ব্যবহার
নাইট মোড ব্যবহার করার ক্ষেত্রেও সতর্ক থাকা দরকার। কী ধরনের ছবি তুলছি এবং সেখানে আলোর প্রয়োজনীয়তা কতটা তা বুঝতে হবে। এবং সেই বুঝে নাইট মোড ব্যবহার করতে হবে। এবং নাইট মোড ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই স্ট্যান্ড ব্যবহার করা দরকার।
এমবুইউ