Dr. Neem on Daraz
Victory Day

প্রিয়জনের অবস্থান জানাবে হোয়াটসঅ্যাপ


আগামী নিউজ | তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০২২, ০২:৪৮ পিএম
প্রিয়জনের অবস্থান জানাবে হোয়াটসঅ্যাপ

ঢাকাঃ আপনার প্রিয়জন এই মুহূর্তে কোথায় আছে তা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সহজেই জানা সম্ভব। হোয়াটসঅ্যাপে দুই ধরনের লোকেশন শেয়ার করা সম্ভব। একটি কারেন্ট লোকেশন এবং অন্যটি লাইভ লোকেশন। কারেন্ট  লোকেশনের মাধ্যমে আপনি নির্দিষ্ট কোনও লোকেশন হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন। আপনার লোকেশন বদল হলে চ্যাটের অপর প্রান্তের মানুষটির কাছেও পৌঁছে যাবে সেই আপডেট।  প্রিয়জনের সঙ্গে কীভাবে লোকেশন শেয়ার করবেন জানুন সেই উপায়।

যেভাবে লোকেশন শেয়ার করবেন

প্রথমে নিজের অ্যানড্রয়েড অথবা আইওএস ডিভাইসে লোকেশন এনেবল করে দিন। সেটিংস থেকে এই অপশন চালু করতে পারবেন।
এরপর ফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন। এবং যে চ্যাটের সঙ্গে লোকেশন শেয়ার করতে চাইছেন সেই চ্যাট ওপেন করুন।
টাইপিং বারের পাশে রয়েছে অ্যাটাচমেন্ট অপশন। সেখানে ট্যাপ করুন।
এবার আপনার নির্দিষ্ট  লোকেশন বেছে নিন।
সেখানে মোট দুইটি অপশন দেখতে পাবেন।
লাইভ লোকেশনের মাধ্যমে নিজের লোকেশন ক্রমাগত শেয়ার করতে পারবেন।
কারেন্ট লোকেশন শেয়ার করলে এককালীন লোকেশন শেয়ার হবে।
সিলেক্ট করার পরে স্ক্রিনের ডান দিকে নিচে সবুজ বাটনে ট্যাপ করে তা পাঠিয়ে দেওয়া যাবে।

এইভাবে আপনার লোকেশন অন্যের সঙ্গে শেয়ার করতে পারবেন। অথবা অন্য কোনও ব্যক্তির লোকেশনও আপনার সঙ্গে শেয়ার করা সম্ভব।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে