Dr. Neem on Daraz
Victory Day

ঘরে বসেই যেভাবে জমা দেবেন ই-পাসপোর্টের টাকা


আগামী নিউজ | তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ১১:৫৮ এএম
ঘরে বসেই যেভাবে জমা দেবেন ই-পাসপোর্টের টাকা

ঢাকাঃ একসময় পাসপোর্ট করাতে গিয়ে নানামুখী ভোগান্তির শিকার হতেন গ্রাহকরা। বর্তমানে পাসপোর্টের আবেদন থেকে শুরু করে টাকা জমা দেওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো ঘরে বসেই করা যায়। এমনকি এখন আপনি চাইলে বিকাশেও দিতে পারেন পাসপোর্টের টাকা।

অনলাইনে টাকা দিতে চাইলে প্রথমে আপনাকে যেতে হবে https://ibas.finance.gov.bd/acs/

general/sales#/home/dashboard এই ঠিকানায়। সেখানে উপরে পাসপোর্টের ওপর ক্লিক করে ই-পাসপোর্টের ফি সিলেক্ট করুন। এরপর আপনার পাসপোর্টের প্রকৃতি সিলেক্ট করলে অটোমেটিকভাবে ফি ক্যালকুলেট হয়ে যাবে। এখানে ব্যাংকের লিস্টও আছে। যে ব্যাঙ্কের গেটওয়ে ব্যবহার করতে চান সেটা সিলেক্ট করুন। তবে বিকাশে দিতে চাইলে অবশ্যই সোনালী ব্যাংক সিলেক্ট করবেন। তারপর সাবমিট করে অপেক্ষা করুন।

অপেক্ষার সময়ে খেয়াল রাখবেন যাতে আপনার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন না হয়। কারণ, এখানেই আপনার পেমেন্ট স্লিপ জেনারেট হবে। নেট কানেকশন বিচ্ছিন্ন হলে স্লিপ নাও পেতে পারেন। এইদিকটা খেয়াল রাখতে হবে। চাইলে নিজে ব্যাংকে গিয়েও দিতে পারেন। সেক্ষেত্রে এনআইডির কপি এবং পাসপোর্ট অ্যাপ্লিকেশনের সামারি পেইজটি জমা দিতে হবে। এছাড়া ব্যাঙ্কে আলাদা আরেকটি ফর্মও পূরণ করতে হবে।

এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে