Dr. Neem on Daraz
Victory Day

উইন্ডোজ-১১ উন্মুক্ত হচ্ছে ২৪ জুন


আগামী নিউজ | তথ্য ও প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: জুন ৭, ২০২১, ০৪:০৫ পিএম
উইন্ডোজ-১১ উন্মুক্ত হচ্ছে ২৪ জুন

ঢাকাঃ আগামী ২৪ জুন আসছে প্রতিক্ষিত উইন্ডোজ ১১। এদিন অপারেটিং সিস্টেমের নতুন এই ভার্সন উন্মুক্ত করবে জনপ্রিয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা এবং প্রধান পণ্য কর্মকর্তা প্যানোস প্যানে এই ঘোষণা দেবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ। এছাড়া এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে মাইক্রোসফটও।

জানা গেছে, নতুন এই ভার্সনে মাইক্রোসফট তাদের উইন্ডোজের লোগোতেও খানিকটা পরিবর্তন আনতে পারে। নতুন সংস্করণটির সাংকেতিক নাম আপাতত ‘সান ভ্যালি’ হবে বলেও শোনা যাচ্ছে। মাইক্রোসফট দুই ডিসপ্লের ডিভাইসের জন্য উইন্ডোজ ১০-এর একটি সংস্করণ তৈরির কথা ভাবছিল। এখন এই সংস্করণের ভিজ্যুয়াল উপাদানগুলো মূল উইন্ডোজে যুক্ত করা হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে