Dr. Neem on Daraz
Victory Day

তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ১৪১৫ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১১, ২০২০, ০৫:১৫ পিএম
তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ১৪১৫ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

ছবি সংগৃহীত

তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণে ২০২০-২১ অর্থবছরে বাজেটে ১ হাজার ৪১৫ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যা গত অর্থবছরের চেয়ে ২২৩ কোটি টাকা বেশি। আজ (১১ জুন) বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উত্থাপনের সময় এর বেশ জিছু অংশ ডিজিটাল পদ্ধতিতে পেশ করেছে অর্থমন্ত্রী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে বাজেট প্রস্তাব (আংশিক) উথ্থাপিত হলো। এবারের বাজেট গতাণুগতিক কোনো বাজেট নয় বলেও উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

গত অর্থবছরে (২০১৮-১৯) তথ্যপ্রযুক্তি বিভাগকে এককভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল ১ হাজার ৯৩০ কোটি টাকা। যা পরে সংশোধিত বাজেটের পরিমাণ দাঁড়িয়েছিল এক হাজার ১৯২ কোটি টাকা। উল্লেখ্য বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের টানা দ্বাদশ বাজেট এটি। এবারের বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার।

আগামীনিউজ/কামরুল/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে