Dr. Neem on Daraz
Victory Day

কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ মাইক্রোসফটের


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: মার্চ ৫, ২০২০, ০৬:৪০ পিএম
কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ মাইক্রোসফটের

করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত পুরো বিশ্ব। এরই মধ্যে বিশ্বের ৮০টিরও বেশি দেশে এই ভাইরাসে ছড়িয়ে পড়েছে। এর সংক্রমণে মৃতের সংখ্যা বেড়েই চলছে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় এক লাখ মানুষ। এর মধ্যে চীনে মোট মৃত্যুর সংখ্যা তিন হাজার পেরিয়েছে।

করোনাভাইরাসের প্রকোপ যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কর্মীদের বাড়িতে অবস্থান করেই কাজ করতে বলেছে বহুজাতিক প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট। 

বুধবার (৪ মার্চ) প্রতিষ্ঠানটি তাদের এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে।

নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কুর্ত ডেলবেনে এক ব্লগ পোস্টের মাধ্যমে কর্মীদের উদ্দেশে লিখেছেন, এই পদক্ষেপ আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং একই সঙ্গে অন্যদের জন্য কাজের জায়গাও সুরক্ষিত রাখবে।

সিয়াটলে সংস্থাটির সদর দফতর এবং ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাইক্রোসফট সিয়াটলের আশপাশের এবং সান ফ্রান্সিসকো এলাকায় আগামী ২৫ মার্চ পর্যন্ত বাড়িতে বসেই অফিসের কাজকর্ম করতে বলা হয়েছে।

ক্যালিফোর্নিয়ায় নতুন করে একজনের মৃত্যু হওয়ায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। ভাইরাসের প্রকোপ ঠেকাতে ইতোমধ্যেই ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন এবং ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

কাজের জন্য বিভিন্ন দেশে সব ধরনের ভ্রমণও বাতিল করার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট। যেসব দেশে করোনাভাইরাস সক্রিয় রয়েছে সেখানে কর্মীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা উচিত বলে উল্লেখ করা হয়েছে। এর আগে কর্মীদের বাড়িতে থেকেই কাজের নির্দেশ দিয়েছে টুইটার।

 

আগামীনিউজ/মামুন
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে