Dr. Neem on Daraz
Victory Day

সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট সৌদি আরবে, তালিকায় নেই বাংলাদেশ


আগামী নিউজ | তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২, ১১:০০ এএম
সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট সৌদি আরবে, তালিকায় নেই বাংলাদেশ

ঢাকাঃ অনেকেই মনে করে পশ্চিমা দেশ, বিশেষ করে আমেরিকায় দ্রুতগতির ইন্টারনেট মেলে। কিন্তু আপনার এই ধারণা ভুল। সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা মিলে সৌদি আরবে।

ওপেন সিগন্যালের প্রতিবেদন বলছে, বিশ্বের দ্রুততম ইন্টারনেটের দিক থেকে শীর্ষে রয়েছে সৌদি আরব। এখানে ব্যবহারকারীরা ৪১৪.২ এমবিপিএস-এর ডাউনলোড স্পিড পান। এই তালিকায় দুই নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া। এখানে ব্যবহারকারীরা ৩১২.৭ এমবিপিএস এর গড় ডাউনলোড গতি পান। তিন নম্বরে আছে অস্ট্রেলিয়া। সেখানের গড় গতি ২১৫.৭ এমবিপিএস।

বিশ্বের তিন দেশের পর রয়েছে তাইওয়ানের নাম। ২১০.২ এমবিপিএস গতি নিয়ে চার নম্বরে রয়েছে এই দেশ। কানাডা ১৭৮.১ এমবিপিএস এর গড় ডাউনলোড গতির সাথে পাঁচ নম্বরে রয়েছে। ছয় নম্বরে রয়েছে সুইজারল্যান্ড, যেখানে ১৫০.৭ এমবিপিএস গতি পান ব্যবহারকারী। ১৪২.৮ এমবিপিএস গতিতে হংকং ৭ নম্বরে। ১৩৩.৫ এমবিপিএস গতিতে ৮ নম্বরে ব্রিটেন ও ১০২ গতি নিয়ে জার্মানি ৯ নম্বরে রয়েছে। শীর্ষ দশে নেদারল্যান্ডস ও তারপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নেদারল্যান্ডে ইন্টারেনেটের গতি ৭৯.২ এমবিপিএস। আমেরিকার গড় গতি ৫০.৯ এমবিপিএস। 

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে