ঢাকাঃ সাধারণত কারো নম্বর সেভ করে তাকে মেসেজ করা যায় হোয়াটসঅ্যাপে। তবে আপনি যদি কৌশলী হোন তবে নম্বর সেভ না করেই মেসেজ করতে পারবেন। তবে এজন্য আপনাকে জানতে হবে ট্রিকস।
নম্বর সেভ না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যেভাবে:
ফোনে ব্রাউজার ওপেন করুন ব্রাউজারে https://wa.me/phonenumber (phone number) এর জায়গায় যে নম্বরে মেসেজ পাঠাবেন সেই নম্বর টাইপ করুন করুন। নম্বরের আগে দিতে হবে কান্ট্রি কোড। বাংলাদেশের কান্ট্রি কোড ০০৮৮। ফোন নম্বর দেয়ার আগে টাইপ করুন ০০৮৮ অথবা টাইপ করুন +৮৮ তারপর নম্বর লিখুন। যেমন https://wa.me/০০৮৮XXXXXXXXXX)
এই ইউআরএল ওপেন করার পরে সবুজ বাটন দেখতে পাবেন। এই ট্যাপ করলে খুলে যাবে WhatsApp।
হোয়াটসঅ্যাপ ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে টাইপ করা নম্বরের সঙ্গে চ্যাট শুরু করতে পারবেন।
অ্যানড্রয়েড ও আইওএস ফোন ব্যবহারকারীরা এই পদ্ধতি ব্যবহার করে ফোনে নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করতে পারবেন।
তবে এই কাজ করার জন্য বাজারে রয়েছে একাধিক থার্ড পার্টি অ্যাপ। এর মধ্যে অন্যতম হোয়াটসডিরেক্ট( WhatsDirect)। এই অ্যাপ ব্যবহার করেও একই কাজ করা সম্ভব। যে নম্বরে চ্যাট শুরু করতে চান সেই নম্বর এই অ্যাপে এন্টার করে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট শুরু করে দিতে পারবেন।
এছাড়াও হোয়াটসঅ্যাপে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ টিপস। কেউ কোনও মেসেজ পাঠালে যদি সেই মেসেজ ডিলিট করে দেওয়া হয় তার পরেও সেই মেসেজ দেখা সম্ভব। এর জন্য বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে। এর জন্য বিশেষ একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। তবেই তা সম্ভব হবে।
এমবুইউ