ঢাকাঃ বর্তমানে ভিডিও দেখার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে ইউটিউব। নিয়মিত ব্যবহারকারীরা এখানে সিনেমা পর্যন্ত দেখে থাকেন।
নতুন কিছু শিখতে বা কোনো কিছুর টিউটোরিয়াল দেখতেও এখন আমরা সবার আগে ইউটিউব ভিজিট করি। তবে এখানে ভিডিও দেখার সময় প্রায়ই বাধ্য হয়ে বিজ্ঞাপন দেখতে হয়। এটা সামান্য হলেও বিরক্তিকর।
বিজ্ঞাপন ছাড়াও ইউটিউবের ভিডিও দেখার একটি উপায় আছে। এজন্য প্রথমেই যাবেন ইউটিউবে। পছন্দের ভিডিওটি চালু করবেন। এসময় ব্রাউজারের অ্যাড্রেসবারের দিকে নজর দিন।
সেখানে ভিডিওটির লিংক বা ইউআরএল রয়েছে। এখানে ইউটিউব ডট কম লেখাটির পর একটি বাড়তি ডট (.) যুক্ত করুন।
ব্যস হয়ে গেলো। এখন যে ভিডিওটি দেখছেন তা চলবে বিজ্ঞাপন ছাড়াই।
মোবাইলেও এই পদ্ধতি কাজে লাগাতে পারবেন। এজন্য প্রথমে যাবেন ব্রাউজারে। তারপর অপশনে গিয়ে রিকোয়েস্ট ডেস্কটপ সাইটে ক্লিক করবেন। এরপর আগের মতোই উপরের নির্দেশনা অনুসরণ করুন।
এমবুইউ