Dr. Neem on Daraz
Victory Day

নারীদের সম্মান জানাতে গুগলের বিশেষ ডুডল


আগামী নিউজ | তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ১১:৩৬ এএম
নারীদের সম্মান জানাতে গুগলের বিশেষ ডুডল

ঢাকাঃ আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীদের সম্মান জানাতে গুগলের বিশেষ ডুডল প্রকাশ করেছে। ডুডলটি সবার মনোযোগ কেড়েছে। সেটি জনপ্রিয়ও হয়েছে। 

সমাজের বিভিন্ন স্তরে নারীর অবদান, তাদের ভূমিকার প্রতি সম্মান জানাতেই এই দিনটি উদযাপন করা হয়। এবারও গুগল ডুডল সেটাই করল।

গুগল ডুডলে ইলাস্ট্রেটরের মাধ্যমে নারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণের চিত্র তুলে ধরা হয়েছে। অ্যানিমেশনে দেখা যাচ্ছে নারীকে শিক্ষক, মা, ডাক্তার, বিজ্ঞানী, মেকানিক্যাল, বিউটিশিয়ান, বৃক্ষ রোপণকারী এবং ফটোগ্রাফার হিসেবে।

নারীদের সহযোগিতা ছাড়া পুরুষ জাতি অচল। সমাজ, পরিবার বির্নিমাণে নারী পুরুষের অবদান সমানে সমান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামও নারীদের জয়ও গান গেয়েছেন। তিনি তার নারী কবিতায় বলেন, ‘সাম্যের গান গাই/আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!/বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর/অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’

একজন পুরুষ যেমন সমাজে বিভিন্ন চরিত্রে রোল প্লে করে থাকেন। ঠিক তেমনি একজন নারী পুরুষের পাশাপাশি সমান ভূমিকা রাখেন।

এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে