Dr. Neem on Daraz
Victory Day

ভাঁজ করা স্মার্টফোন আনছে গুগল


আগামী নিউজ | প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ০৭:৩১ পিএম
ভাঁজ করা স্মার্টফোন আনছে গুগল

ফাইল ছবি

ঢাকাঃ এবার ফোল্ডিং বা ভাঁজ করা স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে গুগল। সব ঠিক থাকলে আগামী বছরের যেকোনো সময়ে গ্রাহকরা পাবেন এ ফোন। স্যামসাং, হুয়াওয়ের পর এবার গুগল নিজেদের তৈরি ভাঁজ করা স্মার্টফোন বাজারে আনছে। এই ফোনের কোড নেম ‘পিপিট’। ৭.৬ ইঞ্চি ডিসপ্লে নিয়ে আসছে গুগলের ভাঁজ করা স্মার্টফোনটি। এতে থাকবে ১২.২ মেগাপিক্সেলের ক্যামেরা।

তবে ভাঁজ করা ফোনটিতে পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো মডেলে ব্যবহূত উচ্চ প্রযুক্তির ক্যামেরা সুবিধা থাকছে না। নতুন এই স্মার্টফোনে থাকতে পারে ডুয়াল সেলফি ক্যামেরা, যার মধ্যে একটি এক্সটার্নাল পর্দা থাকবে, যা ফোনটি ভাঁজ করা অবস্থায় থাকলেও কাজ করবে। পাশাপাশি অন্যটি কাজ করবে ফোন আনফোল্ডেড অবস্থায়।

আগামী বছরের প্রথম অংশে গুগল অ্যান্ড্রয়েড ১২এল উন্মুক্ত করতে যাচ্ছে, যা অ্যান্ড্রয়েড ১২ চালিত হবে। আর এ ডিভাইসের পরেই ভাঁজ করা স্মার্টফোন বাজারে উন্মুক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগামীনিউজ/শরিফ  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে