Dr. Neem on Daraz
Victory Day

চীনা প্রযুক্তি বর্জনে শর্তে ব্রাজিলকে ন্যাটো সদস্য করবে আমেরিকা


আগামী নিউজ | তথ্য ও প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ১০:০৩ এএম
চীনা প্রযুক্তি বর্জনে শর্তে ব্রাজিলকে ন্যাটো সদস্য করবে আমেরিকা

ঢাকাঃ দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলকে চীনের হুয়াওয়ে মোবাইল ফোনের ফাইভ-জি নেটওয়ার্ক প্রযুক্তি থেকে বেরিয়ে এসে আমেরিকার ফাইভ জি প্রযুক্তি গ্রহণের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। এর বিনিমিয়ে তারা ব্রাজিলকে ন্যাটো সদস্যভুক্ত করার প্রস্তাব দিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার  মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জেক সুলিভান এই প্রস্তাব দিয়েছেন। খবর এএনআই।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার জন্য ব্রাজিলকে চীনা প্রযুক্তির ব্যবহার বন্ধ করতে হবে। পাশাপাশি আমেরিকা নিজের প্রযুক্তি ব্রাজিলকে দেওয়ার কথা জানিয়েছে। এর বিনিময়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য হওয়ার জন্য ব্রাজিলকে প্রস্তাব দেন জেক সুলিভান।

এর আগে এই সপ্তাহে সুলিভান ব্রাজিল সফর করেন। গত বৃহস্পতিবার তিনি দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সঙ্গে বৈঠক করেন। এ সফরে তিনি ব্রাজিলের আরও কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সঙ্গে টেলিযোগাযোগ খাতে সহযোগিতার ব্যাপারে আলোচনা করেন।

এছাড়া সাইবার নিরাপত্তা এবং ন্যাটো জোটে ব্রাজিলের সদস্য হওয়ার সম্ভাবনা, আমাজন বন উজাড় এবং করোনা ভ্যাকসিন সরবরাহ নিয়ে আলোচনা করেন। স্থানীয় দৈনিক ফোলহা ডি সাও পাওলো শুক্রবার এক রিপোর্টে জানিয়েছে, ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী ওল্টার ব্রাগা নেট্টোর সঙ্গে ন্যাটো জোটে যুক্ত হওয়ার বিষয় নিয়ে জেক সুলিভান বিস্তারিত আলোচনা করেন।

ব্রাজিলের যোগাযোগমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা চীনের হুয়াওয়ে মোবাইল ফোন বাদ দিয়ে মার্কিন প্রযুক্তি গ্রহণের প্রস্তাব দেন। প্রসঙ্গত, ব্রাজিলে চীনের হুয়াওয়ে মোবাইল খুবই জনপ্রিয় ডিভাইস হিসেবে পরিচিত।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে